প্রকাশিত, ০৪,জুন, ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা উপজেলা সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।
শনিবার তিনি স্পিডবোড যোগে কলাগাছি ইউনিয়ন পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে কলাগাছিয়া বাজার সংলগ্নে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের নিয়ে এক আলোচনা সভা করেন। এ সময় সংসদ সদস্যের সাথে কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম মাইনুল শিকদার ছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও ছিলেন। কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মাইনুল সিকদার কলাগাছিয়ার ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন।
সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু বলেন, এই গলাচিপা উপজেলায় ৩৫০০ ঘড়ের ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্য তিন হাজার ঘরের অনেক বেশি ক্ষতি হয়েছে। এর জন্য সরকারিভাবে সহযোগিতা আসবে। তার জন্য সঠিকভাবে তালিকা হওয়া দরকার। যাদের ঘড় বাড়ির ক্ষতি হয়েছে তারা সাদা কাগজে আবেদন করবেন আবেদনের উপরে আপনার ছবি দিবেন এবং আবেদনের নিচে যে ঘরের ক্ষতি হয়েছে সেই ঘড়ের ছবি দিবেন। তার পর আমরা দেখে সাহায্য বন্টন করবো।যাদের মাছের ঘেরের ক্ষতি হয়েছে তারাও এভাবে আবেদন করবেন। সংসদ সদস্য আরো বলেন বন্যা প্লাবিত এলাকায় পলিমাটি পড়েছে ওইসব এলাকায় আল্লাহর রহমতে বাম্পার ফসল হবে কাজেই আপনাদের যার যতটুকু জমি আছে চাষের জন্য খুব দ্রুত তৈরি করেন সার ও বীজের সহযোগিতা যদি লাগে কৃষি অফিস দিবে শুধুমাত্র আমাদের কাছে আবেদন করবেন আমরা ব্যবস্থা করব। এবং যত রাস্তার ক্ষতি হয়েছে যত সরকারি বেসরকারি অবকাঠামো আছে এর সকল আবেদন ইউনিয়ন চেয়ারম্যান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন সব ধরনের সহযোগিতা করবেন। আমাদের কাজ যথাযথভাবে উপস্থাপন করা। আজকে আপনাদের মাঝে ঘুরে গেলাম মাননিয় প্রধানমন্ত্রীর সমবেদনা আপনাদের কাছে পৌছে দিলাম।