গ ।লাচিপায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১১, ৯:২৭ পূর্বাহ্ন /
গ ।লাচিপায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত,১১, অক্টোবর,২০২৩

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মোসা. রুবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পৌরসভার মুজিবনগর এলাকায় স্বামীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।নিহত রুবিনা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অটো বোরাক চালক শাহিন ফকিরের (২২) স্ত্রী ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক গাজীর মেয়ে। পুলিশ জানায়, গত তিন মাস আগে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের রিকশা চালক বেল্লাল ফকিরের ছেলে শাহিন ফকিরের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি গ্রামের রেইন্ট্রিতলা এলাকার রফিক গাজীর মেয়ে রুবিনার বিয়ে হয়। জানা গেছে, নিহত রুবিনার স্বামী শাহিন ফকির ও শ্বশুর বেল্লাল ফকির গলাচিপা পৌরসভার মুজিব নগর এলাকার ভজ হাওলাদার বাড়ি সংলগ্ন মো. বশির উদ্দিনের ভাড়াটিয়া ঘরে একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে ভিকটিমের স্বামী শাহিন অটো বোরাক এবং শ্বশুর বেল্লাল রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সকালে ভিকটিমের শাশুড়ি তার ছোট ছেলেকে (ভিকটিমের ছোট দেবর) নিয়ে স্কুলে যান। বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিমের শ্বশুর বেল্লাল রিকশা নিয়ে বাড়ি ফিরে এসে খালি ঘরে সামনের খোলা দরজা দিয়ে প্রবেশ করে দেখেন রুবিনা গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলে আছে। বেল্লালের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘরের ভেতরে এসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানতে পারেনি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।