গৌরীপুরে পলিথিনের ঝুপড়িতে বসবাস করা বৃদ্ধা শুক্কুরী বেগমকে টিনের ঘর করে দিয়েছেন দুইজন ওসি


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০১-০৪, ১২:৩৩ অপরাহ্ন / ১২
গৌরীপুরে পলিথিনের ঝুপড়িতে বসবাস করা বৃদ্ধা শুক্কুরী বেগমকে  টিনের ঘর করে দিয়েছেন দুইজন ওসি

প্রকাশিত, ৪ জানুয়ারি, ২০২১
গৌরিপুর প্রতিনিধি মোঃবায়েজিদ হোসেন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাও রামগোপালপুর গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী শুকুরী
৬২বছর বয়সেও শুকুরীর ভাগ্যে জুটেনি সরকারি সুযোগ সুবিধা।
ওই মহিলা তিন বেলা খাবার যোগান দেওয়ার জন্য পাড়া প্রতিবেশীদের টুকিটাকি কাজ করেন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে বর্তমানে তিনি ভাইয়ের বাড়িতে কাগজের ঘর বানিয়ে বসবাস করতেন। এই খবরটি গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন যখন জানতে পারলেন, তখন
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন ও সাবেক ওসি (বর্তমানে শেরপুর সদর থানায়) কর্মরত আব্দুল্লাহ আল মামুন। দুই ওসি মিলে নতুন ঘর করে দেওয়ার উদ্যোগ নেন। নিজস্ব অর্থায়নে
শনিবার (২ জানুয়ারি) বিকেলে ঘর তৈরির কাজ শেষ হলে ওসি বোরহান উদ্দিন পরিদর্শন শেষে শুক্কুরীর কাছে ঘর হস্তান্তর করেন। এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ কর্মকর্তারা।