প্রকাশিত,২৬,অক্টোবর
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস উদ্ভোদন করেন । উক্ত অফিস উদ্ভোদনে মিলাদ মাহফিল ও কোরআন তেলওয়াতের মাধ্যমে উদ্ভোদন করেন । কোরআন তেলওয়াত করেন বদরপুর মসজিদের প্রেস ইমাম মোঃ হাবিবুর রহমান । অফিস উদ্ভোদন করেন জনাব জাকির হোসেন মুন্সী, সদস্য সচিব-গণঅধিকার পরিষদ, গলাচিপা শাখা।
গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের অফিস উদ্ভোদনে গণঅধিকার পরিষদের আরো উপস্থিত ছিলেন ১। রাসেল-আহব্বায়ক ২। আমির হোসেন-সদস্য সচিব শ্রমিক ৩। আবুল হোসেন-সদস্য সচিব-যুব অধিকার, ৪। মোঃ হারুন হোসেন-আহব্বায়ক-যুব অধিকার, গলাচিপা পৌরসভা, ৫। নাজমুল হোসেন-যুগ্ম আহবায়ক-শ্রমিক অধিকার ৬। জাহাঙ্গীর হোসেন-গোলখালী ইউনিয়ন গণঅধিকার পরিষদ ৭। রুবেল হোসেন-শ্রমিক অধিকার-গোলখালী ইউনিয়ন পরিষদ ৮। জামাল রাড়ী-শ্রমিক অধিকার পরিষদ গোলখালী ইউনিয়ন ৯। আনন্দ মাঝি-গোলখালী ইউনিয়ন শ্রমিক অধিকার ১০। মেহেদী হাসান রাসেল যুগ্ন সদস্য সচিব যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা। ১১। কামাল হাওলাদার, গণঅধিকার পরিষদ, গোলখালী ইউনিয়ন শাখা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়নের গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।