গোয়ালডিহি নলবাড়ীর দোলা হতে সোনার মন্ডব হয়ে যদুরঘু পর্জুন্ত দিক নির্দেশনা এবং মাপযোগ করেন ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২২, ৭:২৩ অপরাহ্ন /
গোয়ালডিহি নলবাড়ীর দোলা হতে সোনার মন্ডব হয়ে  যদুরঘু পর্জুন্ত দিক নির্দেশনা এবং মাপযোগ করেন ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।

প্রকাশিত,২২, জুলাই,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

আজ ২২শে,জুলাই ২০২৩, শনিবার খানসামা গোয়ালডিহি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নলবাড়ির দোলা হতে সোনার মন্ডপ হয়ে যদুরঘু পর্যন্ত ক্যানেল সংস্কারে কৃষকদের নিয়ে সার্ভেয়ার দ্বারা দিক নির্দেশনা এবং মাপ যোগ করেন ৬ নং গোয়ালদীহি ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।

ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর ইসলাম বগি ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিমল চন্দ্র রায়
বাবু কেশব কর সহ সকল কৃষকেরা
এ সময় ইউপি চেয়ারম্যান সাখাওয়া হোসেন লিটন উপস্থিত থাকা কৃষকদের বলেন আপনারা যারা সাবেক ক্যানেলের জমি চাষাবাদ করে খাচ্ছেন ক্যানেল সংস্কারের জন্য ক্যানেলের জমির অংশ বের করে দিতে হবে এতে কৃষকেরা কোন ধরনের আপত্তি করেননি বরং কৃষকেরা খুশি হয়ে ক্যানেল সংস্কারের দ্রুত কাজ শুরু করার উৎসাহ দেন কৃষকেরা আরো বলেন যে ক্যানেল না থাকায় আমারা অনেক কৃষক বর্ষাকালে চাষাবাদ করতে পারি না আমাদের অনেক জমি বর্ষাকালে জলাবদ্ধ হয়ে থাকে। ক্যানেল সংস্কার করা হলে আমরা সকলেই সেই সব জমি সঠিকভাবে চাষাবাদ করতে পারবো বলে জানান কৃষকেরা
পরে কৃষকদের সঙ্গে আলোচনা করে আগামীকাল ২৩ শে,জুলাই ২০২৩,ইং রবিবার ক্যানেল সংস্কার করার উদ্বোধনের সিদ্ধান্ত নেন
৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।