প্রকাশিত,১৫, জুলাই,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেল ১৭ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বিষয় টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুনগোলার আনিসুজ্জামান ওরফে চিন্টুর ছেলে সাগর আহমেদ একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোরসালিন ও কেডিসি পাড়ার জমিরুলের ছেলে জনি।
জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় রহনপুর থেকে প্লাটিনা ১০০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অভিযোগ হলে ওসি মাহবুবুর রহমানের নির্দেশে থানার সঙ্গীয় ফোর্স চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর সনাক্তে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুরে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা মোটরসাইকেল টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :