গোবিন্দগঞ্জে বাস- প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-৩০, ১০:৪৯ অপরাহ্ন /
গোবিন্দগঞ্জে বাস- প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত।

প্রকাশিত,৩০, জুন,২০২৩

মোঃহারুন অর রশিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পলাশবাড়ী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ও প্রবক্স প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মিজানুর রহমান (৩৫) ও যাত্রী আবুল বাশার ০২৩(৬০)নামের ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এদুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রাইভেট কারের চালক মিজানুর রহমান(৩৫) নামের যুবক সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আলীপুরের বাসিন্দা ও আবুল বাশা( ৬০) নামের ব্যক্তি সে ঢাকার খিলক্ষেত এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানান ,শুক্রবার (৩০ জুন) আনুমানিক সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন নামক স্থানে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা প্রবক্স প্রাইভেট কারটি ওই এলাকায় পৌঁছালে পলাশবাড়ী এক্সপ্রেস নামক
একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে প্রবক্স প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রবক্স প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলে প্রবক্স প্রাইভেট কারটির চালক মিজানুর (৩৫)ও বাশার আলী(৬০) এর তাদের মৃত্যু হয়।

এখবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া প্রবক্স প্রাইভেট কারের ভিতর থেকে চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার তৎপরতা চালায়।

এবিষয়টি নিশ্চিত করেছেন,
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এখবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়।

মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি
৩০/০৬/২৩