প্রকাশিত, ০৭,জুন, ২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সহসভাপতি আসাদুজ্জামান মোল্লা ও সদস্য উরফী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির গাজীকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ৫ জুন সদর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. আবুল হাসনাত পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাদাচরন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গত ২০ মে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।
তারা এসব অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। সে কারনে তাদেরকে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক জানান সংঠনকে আরো গতিশীল করার লক্ষে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
আপনার মতামত লিখুন :