প্রকাশিত,১৯,ডিসেম্বর,২০২৩
মোঃশিহাব উদ্দিন গোপালগঞ্জ।
গতকাল সোমবার বিকাল ৪টার সময় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী এর প্রধান কার্যালয়ে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম,পি এর নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে পৌরসভার ২৩ টি সেন্টারে এ নির্বাচনী সামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু।
নির্বাচনী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মাদ দুলু, হাসমত আলী সিকদার চুন্নু, বাবু রঞ্জিত কুমার গামা, সহ-সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম মিটু, নজরুল ইসলাম, এ্যাড জুলকদর. নুরুনন্নাহার ইউসুফ, কে,এম জিহাদ, মামুন পান্না, মাহামুদ রাসেল, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি, গোপালগঞ্জ থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং গোপালগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের কমিশনার আল-আমিন ও মো. নাজমুল হাসান নাজিম সহ সকল কমিশনারগণ।
নির্বাচনী বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম এক সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের বার বার নির্বাচিত জননেতা শেখ ফজলুল করিম এমপি কে শতভাগ ভোট নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে সমন্বয় করে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এ,জি,এস টিটো বৈদ্য।