গোপালগঞ্জ পৌরবিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। শেখ হাসিবুর রহমান সভাপতি – কবিরুল সম্পাদক, সহ ১০১ সদস্য বিশিষ্ট।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৪, ১১:৪০ অপরাহ্ন /
গোপালগঞ্জ পৌরবিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ।  শেখ হাসিবুর রহমান সভাপতি – কবিরুল সম্পাদক, সহ   ১০১ সদস্য বিশিষ্ট।

প্রকাশিত,২৪,ডিসেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ 

গোপালগঞ্জ জেলার সদর পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নাম তালিকা প্রকাশ হয়েছে। গত ১৫ই জুন ২০২৪ ইং

তারিখে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামানের সাক্ষরিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন

দলের দুর্দিনের নেতা, রাজ পথের লড়াকু সৈনিক, ভুক্তভোগী বিএনপি পরিবারের সন্তান শেখ হাসিবুর রহমান হাসিব।

সাধারন সম্পাদক কবিরুল ইসলাম সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা সদর পৌরবিএনপির কমিটিতে যারা স্থান পেয়েছেন সংক্ষিপ্ত আকারে নিম্নে উল্লেখ্য করা হল- সহ-

সভাপতি হিসাবে আছেন আমিন আল রাজি (আমিনুর), এস,এম, আজাদ হোসেন ,মহিবুল ইসলাম জিতু (রানা), মুকুল

চৌধুরি ,মোঃ রনি শেখ, মোঃ সাইফুল আলম (চপল), মুন্সী মোহাম্মাদ জিসান আলম, সোহেল কবির।

সাধারণ সম্পাদক – মোঃ কবিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে স্থান করে নিয়েছেন,রাসেল বিশ্বাস, মোঃ

মনিরুজ্জামান (পিয়াস), মোঃ মাহামুদ শেখ ইকবাল শেখ, কোশাধ্যক্ষ, মোঃ সুরুজ রেজা , সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব

পেয়েছেন ,ফখরুল আলম মোল্লা (উৎপল), মোঃ আমিনুল ইসলাম তনু, দপ্তর সম্পাদ মোঃ জিকরুল হুদা, মোঃ আলমগির

হোসেন (নয়ন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান

সজীব, মহিলা বিষয়ক সম্পাদক, রেশমা খানম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ সিকদার, যুব বিষয়ক সম্পাদক শেখ

রিয়াজুর রহমান এনাম, ছাত্র বিষয়ক সম্পাদক শিমন ফলিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আঞ্জু দারে, স্বেচ্ছাসেবক

বিষয়ক সম্পাদক গাজী আব্দুল্লাহেল কাফি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুকুর বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক

মোঃ লামুন শেখ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মোরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক

মোঃ লাবু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক,মোঃ রাসেল শেখ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক উজ্জ্বল মোল্লা,

মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মফিজুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মল্লিক, স্থানীয়

সরকার বিষয়ক সম্পাদক মোঃ ওমর আলী, ধর্ম সম্পাদক শামীম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাবুর

মোল্লা, তাঁতী/মৎস্যজীবী/উপজাতি বিষয়ক সম্পাদক এবাদুল সরদার, মোঃ আমিনুর রহমান কে ১নং সদস্য সহ ৪৮ জন

সদস্য এই কমিটিতে স্থান দখল করে নিয়েছেন।

নব-গঠিত কমিটির সভাপতি হাসিবুর রহমানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমাকে পৌর বিএনপির সভাপতি

করায় সর্ব প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন সহ দ্রুত সুস্থতা কামনা করছি। আমি অন্তরের

অন্তঃস্থল থেকে আমাদের হৃদয়ের নেতা, যার নেতৃত্বে আজও রাজপথে টিকে আছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

জিয়াকে ধন্যবাদ জানাই। আমি ও আমার পরিবার সারা জীবন বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততা তা

কারোর অজানা নয়। আমি উশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি না।তিনি তার কমিটির সকলের উদ্দেশ্য বলেন, দলের নীতিমালাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।