প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ সহ দেশজুড়ে তীব্র তাপদাহ চলমান রয়েছে। গোপালগঞ্জের নিম্ন আয়ের মানুষ ও সাধারণ পথচারীদের কথা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩) এপ্রিল দুপুরে শহরের লঞ্চ ঘাট এলাকায় বোতলজাত মিনারের ওয়াটার ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। গোপালগঞ্জ এর পুলিশ সুপার আল-বেলী অফিফা উপস্থিত থেকে পানি ও স্যালাইন নিজ হাতে বিতরণ করে শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) উখিং মে, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: শফিকুল ইসলাম।
পরে পুলিশ অফিস ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট এরিয়ায় বিনামূল্যে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :