প্রকাশিত,০৯, সেপ্টেম্বর
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতি ইলাহী সিকদার (২৫) নামের এক যুবক মারা গেছেন। গতকাল রবিবার রাত দেড়টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইলাহী সিকদার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের মহি সিকদারের ছেলে। গোপালগঞ্জের জেল সুপার মো. আল মামুন জানান, গত ৪ সেপ্টেম্বর একটি মামলার আসামি হিসেবে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
আপনার মতামত লিখুন :