গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-০১, ৪:১৬ অপরাহ্ন /
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন।

প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

নাসির-আজগার পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং সাবেক সভাপতি এড. আলহাজ্ব এম. এম. নাসির আহমেদ এবং সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন এড. আলহাজ্ব মো: আজগর আলী খান। অন্যদিকে কাজী মেজবাহ উদ্দিন (খোকন) ও আলহাজ্ব এম. জুলকদর রহমান পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জেলা আইনজীবী পরিষদের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. কাজী মেজবাহ উদ্দিন (খোকন) এবং সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত টানা ৫ বারের সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আলহাজ্ব এম. জুলকদর রহমান।

নাসির-আজগর পরিষদের অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে এড. আশুতোষ বিশ্বাস, সহ-সভাপতি – এড. মো: মঈনুল হাসান মৃধা (সুমন), সহ-সম্পাদক – এড. ইকবাল হোসেন, সহ-সম্পাদক – এড. মো: একরামউল্লাহ খান (রোমেল), লাইব্রেরী সম্পাদক – এড. মাহ্মুদ হাসান, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – এড. সজল কান্তি বিশ্বাস। এ পরিষদের সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন- এড. তহমিনা আক্তার, এড. নাফিজুর রহমান, এড. তামিম হাসান, এড. প্রবীর বালা, এড. মো: হামিম। হিসাব পরীক্ষক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- এড. মো: জাকির হোসেন মোল্লা, এড. আজিজুল ইসলাম, এড. এস. এম আমজাদ হোসেন।

অপরদিকে কাজী মেজবাহ উদ্দিন (খোকন) ও আলহাজ্ব এম. জুলকদর রহমান পরিষদের অন্যান্য প্রার্থী হলেন সহ-সভাপতি পদে এড. সামসুন্নাহার, সহ-সভাপতি – এড. নাজির হোসেন সমাজদার, সহ-সম্পাদক – এড. ফয়সাল সিদ্দিকী, সহ-সম্পাদক – এড. মো: পাষান শেখ, লাইব্রেরী সম্পাদক – এড. সুব্রত গাইন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – এড. আবু হেনা মোস্তফা কামাল। এ পরিষদের অন্যান্য সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন- এড. মো: জানে আলম, এড. উত্তম মন্ডল, এড. রাছিবুল ইসলাম সবুজ, এড. এস. এম. বদরুল আলম, এড. মিলন শরীফ। এছাড়া হিসাব পরীক্ষক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- এড. সরদার ইফতেখার আহমেদ (বিপু), এড. তৌহিদুল ইসলাম আকাশ, এড. তরিকুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার এড. আলহাজ¦ ইসমাইল হোসাইন জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে বিকেল ৫টায় নির্বাচন শেষ হয়। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৯১ জন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।