গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-২৭, ২:২৭ অপরাহ্ন /
গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা  ।

প্রকাশিত,২৭, জুন,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বদলি জনিত বিদায় উপলক্ষ্যে গত (২৬ জুন ২০২৩ খ্রি সন্ধ্যায় জেলা প্রশাসন গোপালগঞ্জ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক গোপালগঞ্জ এর বাসভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সন্মানিত বিদায়ী অতিথির বিগত ০২ বছর ০৬ মাস এর কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড ও মানবিক গুণাবলির বিষয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতি চারণ মূলক বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সন্মানিত জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম বিদায়ী অতিথি পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়ের সাথে সৌহার্দ্য ও সহযোগিতা মূলক সম্পর্কের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং ব্যক্তিগত ও চাকুরী জীবনে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তব্য প্রদানের সময় বিদায়ী অতিথি আবেগাপ্লুত হয়ে পড়েন; তিনি সব দপ্তরের প্রধানকে ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন ; এবং জেলা প্রশাসক মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জনাব জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দেব প্রসাদ পাল ও তাঁর সহধর্মিণী, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের সন্মানিত অধ্যক্ষ জনাব ডা. জাকির হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠান এর সন্মানিত পরিচালক জনাব ডা. নাহিদ ফেরদৌস, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন।