প্রকাশিত,১৪, ফেব্রুয়ারি,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ লাইন্সের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পুলিশ অফিস দল পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান প্রথমে গোপালগঞ্জ সদর থানার হয়ে প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলায় পুলিশ অফিস দলের হয়ে খেলায় অংশগ্রহন করেন। অসাধারণ ক্রীড়া শৈলী প্রদর্শন করায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” পুরষ্কারপ্রাপ্ত হন।