গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে চোর ধরে পুলিশে  সোপর্দ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-১৬, ৫:২৫ অপরাহ্ন /
গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে চোর ধরে পুলিশে  সোপর্দ।

প্রকাশিত,১৬,জানুয়ারি

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

আজ আনুমানিক দুপুর একটার সময় গোপালগঞ্জ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে একটি  চোরকে আটকে রাখা হয়। জানা যায় গোপালগঞ্জ সদর হাসপাতালের কোয়ার্টারের সাথে মালামাল ও ঔষধপত্র রাখা স্টোরের পিছনের গ্রিল কেটে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সোপর্দ করে।এরপর  হাসপাতাল কর্তৃপক্ষ  চোরকে পুলিশের সোপর্দ করে। জানা যায় চোরের নাম মোঃরহিম,সাং-টুপুরিয়া, সোনারগাতী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।