গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এ্যাডভোকেট রবিউল খন্দকার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২৯, ২:১৩ অপরাহ্ন /
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এ্যাডভোকেট রবিউল খন্দকার।

প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘলীয়া ইউনিয়নের খাগড়াডাঙ্গা গ্রামের মরহুম শামছুল হক খন্দকারের ছেলে রবিউল ইসলাম খন্দকারকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাতুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

জানা যায় তিনি গোপালগঞ্জ আদালতের একজন সুনামধন্য এ্যাডভোকেট হিসাবে কর্মরত আছেন।
গত ২৭ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার সময় বাসায় যাওয়ার পথে কোর্ট মসজিদের সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তার উপর হামলা করে।গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যপারে আহত রবিউল ইসলাম খন্দকার বলেন, আমি বাসায় যাওয়ার সময় সন্ত্রাসী চন্দ্রদিঘলীয়ার খাগড়াডাঙ্গার গোলাম খন্দকারের ছেলে সোহেল খন্দকার, জুয়েল খন্দকার ও তাদের সাথে আরো ২ জন আমার উপর চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে হামলা করে।

সন্ত্রাসীরা আমার মাথায় কোপ, ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে মেরে আহত করে পালিয়ে যায়। আমি একজন আইনের লোক হয়েও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারি নাই।হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহনের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।