গোপালগঞ্জে শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২১, ১০:৩৫ পূর্বাহ্ন /
গোপালগঞ্জে শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,২১,ডিসেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ- ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিমুজ্জামান বিটু সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ সভাটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর শফিকুর রহমান শুক্তি।
এছাড়াও মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাকন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা রহমান, পৌর আওয়ামী লীগের আজিজুর রহমান আজিজ পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের নকিব, পৌর আওয়ামী লীগের প্রিন্স জেলা যুবলীগের সদস্য এবং সাবেক কাউন্সিলর হেদায়েত শেখ, সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ- ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে শতভাগ ভোট নিশ্চিতের ব্যাপারে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।