গোপালগঞ্জে বেদগ্রাম মোড়ে বেপরোয়া ট্রাক চাপায় ঠিকাদার নুরু সিকদার নিহত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১৯, ১১:৩৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে বেদগ্রাম মোড়ে বেপরোয়া ট্রাক চাপায় ঠিকাদার নুরু সিকদার নিহত।

প্রকাশিত,১৯,নভেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

১৯ শে নভেম্বর অনুমান ৩.১০ ঘটিকার সময় ঢাকা -খুলনা মহাসড়কে গোপালগঞ্জ বেদগ্রাম মেসার্স মিতা ফিলিং স্টেশন এর সামনে ঢাকাগামী একটি বেপরোয়াভাবে চালিত মালবাহী ট্রাক যাহার রেজি নাম্বার যশোর -ট ১১-৫৮৪৮ এর সাথে রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেল আরোহী নুরু সিকদারকে চাকার নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক মোহাম্মদ নূরুল ইসলাম শিকদার নুরু (৫৫),পিতা রিজু শিকদার, সাং সোনাকুড় থানা ও জেলা গোপালগঞ্জ নিহত হয় এবং তার সাথে থাকা আরোহী বাবু মন্ডল (৫৫), পিতা মোঃ হবিবর মন্ডল, সাং -ছোট রঘুনাথপুর, গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা প্রেরণ করা হয়। ট্রাস্টটি আটক করে ভিটিয়াপাড়া নহাইওয়ে স্টেশনে নেওয়া হয়েছে, নুরু সিকদারের চালিত মটর বাইকটি হাইওয়ে পুলিশের তত্মাবধায়নে নেওয়া হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তী আইনগত ব্যবস্থা ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ নিবে বলে জানান এসআই(নিঃ) মোঃশওকত হোসেন ,সদর থানা, গোপালগঞ্জ।
নিহত নুরু সিকদারের লাশ হাসপাতালে নিয়ে সুরতহাল করে মর্গে পাঠানো হয়। জানা নুরু সিকদার একজন সুনামধারী ঠিকাদার। তার পিতা রেজাউল হক সিকদার সাবেক চেয়ারম্যান গোপালগঞ্জ সদর বোড়াশী ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান ছিলেন। তিনি তার পরিবারে স্ত্রি সহ ৪সন্তান রেখে গেছেন। জানা যায় তিনি গোপালগঞ্জ বিআরডিবি এর চেয়ারম্যানের দায়িত্ব ছেলে।