গোপালগঞ্জে বিটু কাউন্সিলরের আয়োজনে নির্বাচনী মতাবিনিময় সভা ও লিফলেট বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২৮, ৯:০৩ অপরাহ্ন /
গোপালগঞ্জে বিটু কাউন্সিলরের আয়োজনে নির্বাচনী মতাবিনিময় সভা ও লিফলেট বিতরণ।

প্রকাশিত,২৮,ডিসেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম এর পক্ষে গোপালগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলিমুজ্জামান বিটু।

নির্বাচনী মতবিনিময় সভার প্রধান অতিথির স্থানে ছিলেন সাবেক সভাপতি এফ,বি,সি,সি,আই ও সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, শেখ রকিব হোসেন মেয়র গোপালগঞ্জ পৌরসভা, বিপ্লবী সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, শেখ মো. রফিকুল ইসলাম শিল্প ও বিানিজ্য বিষয়ক সম্পাদক, গোলাম কবির সভাপতি গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ মো. আলিমুজ্জামান বিটু সাধারণ সম্পাদক গোপালগঞ্জ গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ, এম, বি সাইফ বি সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা যুবলীগ ও থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি।
নির্বাচনী মতবিনিময় সভার সঞ্চালনা করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদ রাসেল।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সাত্তার চুন্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ সহ আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার ইউসুফ, আওয়ামী লীগ নেতা কাজী সওকত, মামুন পান্না, পৌর আওয়ামী লীগ নেতা মাহাফুজুর রহমান দুলু, সাইফুল সিকদার,,পৌর আওয়ামী লীগ এর তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন , নকিব, টিটো বৈদ্য,মিটু মুন্সি, শেখ তফসির, পৌর আওয়ামী লীগ নেতা, শেখ আজিজ রহমান , পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান রাসেল। মো. সোহাগ মোল্লা, কাউন্সিলর হীরা কাউন্সিলর কালু, কাউন্সিলর কুটু, শরিফুল ইসলাম সিকদার সহ ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা , সাংগঠনিক সম্পাদক তাজ,০২ নং ওয়ার্ডের সকল নেতা কর্মীরা।
নির্বাচনী মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম বলেন, জনগণ বলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল দেশ হিসাবে দাড় করিয়েছে, যা বিশ্বের উন্নত দেশের গুলো দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের দিকে লক্ষ্য করছে।