প্রকাশিত,১০, জুন,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম এর উদ্যোগে সকল অফিস, থানা, ফাঁড়ি ও ক্যাম্পের পুলিশ সদস্যদের মাঝে উন্নত মানের গ্রীষ্মকালীন মৌসুমী ফল (আম, লিচু ও কাঁঠাল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে পুলিশ সুপারের পক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ লাইনস ড্রিলসেডে এ মৌসুমী ফল বিতরণে অংশ গ্রহণ করেন। পুলিশ লাইনসের আরআই, হাবিলদার মেজর, ডি স্টোর ইনচার্জ সহ অন্যান্য স্টাফ এ কাজে সামগ্রিকভাবে অংশগ্রহণ করেন। গ্রীষ্মকালীন দাবদাহের সময় পুলিশ সদস্যদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও মনোবল চাঙা রাখতে গৃহীত অনন্য এ উদ্যোগ।
এর আগে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন আঙ্গিকে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।