গোপালগঞ্জে নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৮, ৮:২৯ অপরাহ্ন /
গোপালগঞ্জে নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ।

  
প্রকাশিত,২৮,ডিসেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে এক নারীর শরীরে প্রতিপক্ষের লোকজন অ্যাসিড ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই নারীর নাম অহুলা বিশ্বাস (৩৭)। তিনি উপজেলার দক্ষিণ জলিরপাড় রবি বিশ্বাসের স্ত্রী। 

পুলিশের ভাষ্য, লেনদেন নিয়ে বিরোধের জেরে দক্ষিণ জলিরপাড় গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস অহুলাকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিক্ষেপ করেন। এসময় তাঁর শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক অহুলাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।    

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।