প্রকাশিত,২০,সেপ্টেম্বর
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ মিজানুর রহমান যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনি উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে গোপালগঞ্জের সদ্য বিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম -এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
এদিকে গোপালগঞ্জ জেলা থেকে সদ্যবিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা ও গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের যোগদানকে কেন্দ্র করে প্রেসক্লাব গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবাগত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ জেলায় আইনের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং পুলিশকে জনগণের সেবক হিসেবে নিরলসভাবে কাজ করার পরামর্শ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের।