গোপালগঞ্জে তেল ভাংগা মেশিনে শ্রমিকের মৃত্য।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৯, ৯:০৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে  তেল ভাংগা মেশিনে শ্রমিকের মৃত্য।

প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামে তেল ভাঙ্গা মেশিনে পেঁচিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স মিল ও (ওয়েল মিল ) তেল ভাঙ্গা মেশিনে কাজ করতেন ওই গ্রামের আলা মিয়া শেখের ছেলে মো, হিরু শেখ (৫০)।
শুক্রবার (১৯ জানুয়ারি ) দুপুরে মেশিনে সরিষা দিয়ে তেল ভাংগা শুরু করে। কিছু সময় পর তার তার শীতের পোশাক শোয়েটার পেঁচিয়ে যায় । ঘটনার খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলেই সে মারা যায়।
এঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ জিল্লুর রহমান। এ ঘটনায় নিহতের চার সন্তান ও স্ত্রী আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকা।