গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত এক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১৯, ৫:৫০ অপরাহ্ন /
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষ নিহত এক।

প্রকাশিত,১৯,নভেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

১৯ শে নভেম্বর অনুমান ৩.১০ ঘটিকার সময় ঢাকা -খুলনা মহাসড়কে গোপালগঞ্জ বেদগ্রাম মেসার্স মিতা ফিলিং স্টেশন এর সামনে ঢাকাগামী একটি ট্রাক যাহার রেজিঃ নাম্বার যশোর -ট ১১-৫৮৪৮ এর সাথে বিপরীত দিক থেকে আসা (হিরো হোন্ডা) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক মোহাম্মদ নূরুল ইসলাম শিকদার (৫৫),পিতা রিজু শিকদার, সাং সোনাকুড় থানা ও জেলা গোপালগঞ্জ নিহত হয় এবং আরোহী বাবু মন্ডল (৫৫), পিতা মোঃ হবিবার মন্ডল, সাং -ছোট রঘুনাথপুর, থানা ও জেলা রাজবাড়ী। এপি গোপালগঞ্জ বটতলা আহত হলে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাক্টটি আটক করা হয়েছে, ড্রাইভার ও হেলপার পলাতক আছে।যান চলাচল স্বাভাবিক আছে, সংবাদ পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল, ট্রাক ও লাশ হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ নিবে। এসআই(নিঃ) মোঃশওকত হোসেন ,সদর থানা, গোপালগঞ্জ।