প্রকাশিত,২৮, জানুয়ারি,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডিইজি কামরুজ্জামান ও সাবেক ডিআইডি নুরুজ্জামান।
আজ রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে গোপালগঞ্জ পুলিশ লাইন হল রুমে গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলী আফিফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম বদরুদ্দোজা বদর, মুজিব বাহীনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মুন্সী, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জাহাঙ্গির হোসেন,টুংগীপাড়া পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ তুজাম্মেল হক টুটুল। মুকসুদপুর উপজেলা কমান্ডার ফিরোজ খান, কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদার, কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জন এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ১৯৭১ সালের বিভিন্ন স্থানের সম্মুখ যুদ্ধের বিস্তারিত ঘটনা গুলো তুলে ধরেন।