প্রকাশিত,২০, অক্টোবর,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ঃ
“আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।”
গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর থানাধীন সাতপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এই সময়ে অফিসার ইনচার্জ বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জ সদর থানা পুলিশের তৎপরতা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য পুলিশকে ধন্যবাদ দেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :