গোপালগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য ধ্বংস


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৬, ৯:২৮ অপরাহ্ন /
গোপালগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য ধ্বংস

প্রকাশিত,১৬, জানুয়ারি,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ঃ

গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া’র সার্বিক দিক নির্দেশনায়, নেতৃত্বে ও উপস্থিতিতে
বিভিন্ন মামলায় ধ্বংসযজ্ঞ আলামত (মাদকদ্রব্য সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য) ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল
৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজ সংলগ্ন ডাম্পিং পয়েন্টে ১৫৪ টি পুরাতন ও চলমান মামলায় ধ্বংসযজ্ঞ ২৯ বোতল বিদেশী মদ, ৯৩ কেজি গাঁজা, ৩৫১৩ বোতল ফেন্সিডিল, ৩৪৩৭ পিছ ইয়াবা, ৯৬ বোতল মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল সহ কাপড়-চোপড়, গাঁজার ডাল, শার্ট, লুঙ্গি সহ অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, মতিউর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারী সুমন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।