প্রকাশিত, ১৯,মে ২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ।
গোপালগঞ্জের শহরতলী হরিদাসপুরে বাস মোটরসাইকেল সংঘর্ষে বাস সুপার ভাইজার জুয়েল নিহত হয়েছে এসময় ওই মটর সাইকেলে থাকা আরো দুই আরোহী গুরুতর আহত হয়।।
নিহত জুয়েল এর বাড়ী সদর উপজেলার পুইসুর গ্রামে।।
স্থানীয়রা জানায়- শনিবার রাত সাড়ে আটটার দিকে মটরসাইকেল যোগে জুয়েল দুই আরোহী পিনাকি ও বাবুলকে সাথে কাশিয়ানী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা গোপালগঞ্জের শহরতলী হরিদাস পুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলে বাস সুপার ভাইজার জুয়েল মারা যায় এ সময় সাথে থাকা আরোহী বাবুল ও পিনাকি গুরুতর আহত হয়।।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রিফাট করে।
আপনার মতামত লিখুন :