গোপালগঞ্জের মাদক, চাঁদাবাজী ও নারী দিয়ে কৌশলে প্রতারনাকারী বিভিন্ন মামলার ০৪টি জি আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী – তাহিন শেখ গ্রেফতারঃ


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-১৭, ৫:১৯ অপরাহ্ন /
গোপালগঞ্জের মাদক, চাঁদাবাজী ও নারী দিয়ে কৌশলে প্রতারনাকারী বিভিন্ন  মামলার ০৪টি জি আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী – তাহিন শেখ গ্রেফতারঃ

প্রকাশিত,১৭, নভেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গত ১৬ নভেম্বর অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান এর নিদের্শনায় অত্র থানার এসআই/সুবীর সূত্রধর ও এসআই ইব্রাহিম এসআই বরেন্দ্র এবং সঙ্গীয় ফোর্সসহ রাত্রী বেলায় গোপন সংবাদের ভিত্তিতে গিমাডাঙ্গা মুন্সিরচর এলাকা হইতে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, নারী দিয়ে কৌশলে প্রতারনাকারী বিভিন্ন গুরুত্বপূর্ন ধারার মোট ০৯(নয়)টি মামলায় অভিযুক্ত আসামী তাহিন শেখ (২৫) পিতা- মোতালেব শেখ, সাং- গিমাডাঙ্গা, থানা-টুঙ্গিপাড়াকে গ্রেফতার করে – ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ০৪ টি জি আর গ্রেফতারি পরোয়ানা আছে। উক্ত আসামী তাহিন শেখ অত্র থানা এলাকায় নারী দিয়ে ফাঁদে ফেলে বিভিন্ন লোকের নিকট হইতে মারপিট করতঃ কৌশলে টাকা পয়সা আদায় করত বলে, অফিসার ইনচার্জ, টুঙ্গিপাড়া থানা গণমাধ্যম কর্মীদের জানান।