গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২৯, ১০:২৯ অপরাহ্ন /
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।

প্রকাশিত,২৯,নভেম্বর

 মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কোটালীপাড়ার  ঘাঘর বাজারের রাস্তার দুইপাশে  ভাসমান দোকান এবং  দোকানের সামনে  পাকা ইমারত তৈরি করে দোকান পরিচালনায় বাজারের বেহাল দশা। বিঘ্ন ঘটছে মানুষের চলাফেরায়। বেকায়দায় পড়েছে এলাকাবাসী । চলাচল করতে পারে না ভ্যান -রিক্সা – গাড়ি। ২৮ নভেম্বর বৃহস্পতিবার অনুমান বিকাল ৩:৩০ মিনিটে ইউনো শাহিনুর আক্তার এবং  এসি ল্যান্ড (ভূমি) প্রতিক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাগর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দখলমুক্ত করেন মানুষ চলাচলের ফুটপাত। অভিযান পরিচালনা করেন ঘাঘর বাজারসহ পশ্চিমপাড়ের বিভিন্ন বাজারে।

 এ উচ্ছেদ অভিযান সম্পর্কের সাংবাদিকরা,  জানতে চাইলে ইএনও শাহীনুর আক্তার বলেন এ অভিযান আগামীতেও  অব্যাহত থাকবে।