প্রকাশিত,২৯,নভেম্বর
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইলেকট্রিক শর্ট দিয়ে মাছ শিকার করায় ২ জনকে আটক করা হয়েছে। কাশিয়ানী নির্বাহ কর্মকর্তা ফারজানা জান্নাতের নির্দেশে, উপজেলা মৎস কর্মকর্তা আনিসুর রহমান প্রধানের নেতৃত এবং রামদিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলার বেথুড়ি ইউনিয়নের জোতকুরা গ্রামে গতকাল রাত ৮ টার সময় অভিযান চালিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করায় সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে ।আটকৃতরা হলেন অত্র ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত্যুঞ্জয় বিশ্বাসের ছেলে মিনাল বিশ্বাস একই মহানন্দ বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস। আটককৃতদের নিকট থেকে দুটি বড় ব্যাটারি, একটি মাঝারি ব্যাটারি, দুটি মাছ ধরার টুসি, একটি ইউপিএস ও একটি বড় পাতিল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত সর্ট দিয়ে শিকার করা মাছ তাৎক্ষণিক নিলামে ৭০০ টাকা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগরে জমা করা হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের বয়স বিবেচনায় ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকার না করার অঙ্গীকার এর মাধ্যমে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান দেশীয় প্রজাতির মাছ রক্ষায় শুধু ইলেকট্রিক সর্ট নয়, চায়না দুয়ার, ও কারেন্ট চালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না দুয়ার, কারেন্ট জল ও ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকার বন্ধে আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে গোপালগঞ্জ কে দেশীয় মাছে স্বর নির্ভর করে তুলবো এবং দেশীয় মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :