গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও  কীটনাশক  জব্দ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৭, ১১:৪৩ অপরাহ্ন /
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেজাল সার ও  কীটনাশক  জব্দ।

প্রকাশিত,২৭,ডিসেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। 

 গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭  লক্ষ টাকা মূল্যের ভেজাল সার কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় রইচ মোল্লা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল চারটার সময় কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্ভয় ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ এইচ এম রাকিবুল  হাসান, কৃষি কর্মকর্তা মধুসূদন দে। 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান গোপন সংবাদের ভিত্তিতে  ঘোনা পাড়া  বাজারের সার ও কীটনাশক বিক্রেতা  রইস মোল্লা ও নুর আলম এর দোকানে অভিযান চালিয়ে  গ্রোজিন, থিওভিট,জিপসামসহ বেশ কয়েকটি কোম্পানির ভেজাল ও অনুমোদন হীন সার ও কীটনাশক জব্দ করা হয়। ভেজাল সার ও কীটনাশক বিক্রিতে বিক্রেতা রইস মোল্লাকে এক লক্ষ ২০ হাজার টাকা ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমানা  করা হয়। পরে ভেজাল সার ও  কীটনাশক ধ্বংস করা হয়।