গোপালগঞ্জের উন্নয়ন করাই হবে আমাদের সকলের উদ্দ্যেশ্য চরমানিকদাহ মিয়াবিাড়ির নির্বাচনী জনসভা -কামরুজ্জামান ভুইয়া(লুটুল)


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৬, ৪:১৯ অপরাহ্ন /
গোপালগঞ্জের উন্নয়ন করাই হবে আমাদের সকলের উদ্দ্যেশ্য চরমানিকদাহ মিয়াবিাড়ির নির্বাচনী জনসভা -কামরুজ্জামান ভুইয়া(লুটুল)

প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বৃহসপতিবার বিকাল ৪টায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ মিয়া বাড়ির বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য কলে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান ভূইয়া (লুটুল) একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বেকার যুব সমাজকে কর্মের দিকে টেনে আনতে হবে তাদেরকে কমি্পিউটার ট্রেনিং এর মাধ্যমে সমাজে প্রতিষ্টিত করা সম্ভব। তিনি আসছে ৮ই মে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার প্রতীক টেলিফোন মার্কয় ভোট প্রর্থনা ও দোয়া চান।

পুরাতন মানিকদাহ গ্রামের বদর বিশ্বাসে সভাপতিত্বে নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিস্ঠ মুরব্বি গোলাম আহাদ মিয়া, সাহাদত হোসেন মিয়া, মোঃ ইউনুস মিয়া, কামাল মিয়া সহ এলাকার সকল গন্যমান্ন ব্যাক্তিবর্গ।
এসময় কামরুজ্জামান ভূইয়া লুটুলের নির্বাচনি সফর সঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ রবিউজ্জামান টিটো, শফিকুর রহমান (টুয়েল) সাবেক সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, আশরাফুল হক লিটু সাবেক সাংগঠনিক সম্পাদক থানা আওয়ামীলীগ, সাবেক ছাত্রনেতা চৌধুরী অছিকুজ্জামান (অসিম) বুলবুল আহম্মেদ সভাপতি শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ, মোঃ নজরুল ইসলাম (হিরা) সাবেক ভিপি সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, রাশেদ আহম্মেদ রিকো সভাপতি গোপালগঞ্জ সেচ্ছাসেবক লীগ ও কাউন্সিলর গোপালগঞ্জ পৌরসভা, আমির হামজা সাধারন সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, রমজান মিয়া প্রমূখ।