গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে ভিশন সেন্টার গফরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ পালিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১৮, ১১:৩০ অপরাহ্ন /
গুড পিপলস ইন্টারন্যাশনাল  বাংলাদেশ এর উদ্যোগে ভিশন সেন্টার গফরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ পালিত।

প্রকাশিত,১৮,নভেম্বর

আইনাল ইসলাম ঃ

গুড পিপলস ইন্টারন্যাশনাল
বাংলাদেশ এর উদ্যোগে ভিশন সেন্টার গফরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ পালিত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে গফরগাঁও উপজেলার সালটিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভিশন সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ পালিত হয়েছে।

গুড পিপলস ইন্টারন্যাশনাল
বাংলাদেশ কোরিয়া ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির সহায়তায় এবং ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগে ভিশন সেন্টারের মাধ্যমে চক্ষু রোগ চিকিৎসা ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে।

এ বছর গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ পাঁচটি ভিশন সেন্টারে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করছে।
১২,নভেম্বর থেকে ২০শে নভেম্বর পর্যন্ত।

ভিশন সেন্টার সমূহ ঃ
১,ফুলবাড়িয়া ভিশন সেন্টার,
২,গফরগাঁও ভিশন সেন্টার,
৩,নকলা ভিশন সেন্টার,
৪,ঘাটাইল ভিশন সেন্টার,
৫,মোহনগঞ্জ, ভিশন সেন্টার,।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি থেকে প্রকাশিত বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য আপনার ঝুঁকি সম্পর্কে সজাগ থাকুন, করনীয় সম্পর্কে সচেতন হোন।

দিবসটি উপলক্ষে গুড পিপলস ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেসব কার্যক্রম আয়োজন করেছে,

১,ভিশন সেন্টারে ডায়াবেটিস চেকআপ।
২,ভিশন সেন্টারে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা।
৩,বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য প্রচার করে নেওয়া এবং ডায়াবেটিক ও চোখের রোগ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য মাইকিং, লিফলেট বিতরণ, এবং পোস্টারের মতো সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (কোইকা) সহায়তায় এবং ডাঃ কে জামান বি,এনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ বিভাগের চক্ষু রোগ প্রকল্পের অংশ হিসেবে এই সকল কার্যক্রম পরিচালিত।