প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল)সকাল দশটার দিকে নগরীর চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩৫০-৪০০ মুসুল্লির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী আবু নাইম কাশেমী। এ সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসল্লিরা।
নামাজে অংশ নেওয়া মুসল্লি হাশেম সরকার বলেন, ‘তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে প্রশান্তির বৃষ্টি প্রার্থনা করে আমরা এই নামাজ আদায় করেছি।’
এ ব্যাপারে মুফতি আবু নাইম কাশেমী বলেন, ‘মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। হে রব্বুল আলামীন রহমতের বৃষ্টি দান করেন, আমাদের নামাজ কে কবুল করেন, এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।’
তিনি আরও বলেন, ‘শুধু আমাদের দেশের মানুষের জন্যই না৷ ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনির হাতে প্রতিনিয়ত নির্যাতিত-নিপিড়ীত মানুষের জন্যও দোয়া পড়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :