প্রকাশিত,১০,সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক::
দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ অঞ্চল গাজীপুর। জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এই অঞ্চলের রাজনৈতিক নেতাদের একটি অংশের মূল লক্ষ্য। এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে আনতে দলের ভেতর তৈরি হয় বিভিন্ন ব্যক্তি কেন্দ্রীক উপ-দল। অস্ত্রের ঝনঝনানি আর পেশি শক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেন নিজেদের আধিপত্য। তেমনি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পূর্বের ঝুট ব্যবসায়ীদের হাত থেকে ব্যবসা নিতে গাজীপুর সদরে মরিয়া হয়ে উঠে বিএনপি'র একটি অংশ। এই বিষয়ে দৈনিক যুগান্তর " মাসে ৪'শ কোটি টাকার বাণিজ্য গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিজের পছন্দ মতো লোকদের বসানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয় রফিকুল ইসলাম বাচ্চু পূর্বের জুট ব্যবসায়ীদের বাদ দিয়ে নিজের পছন্দ মতো লোকদের ঝুট ব্যবসা দেয়ার জন্য সুপারিশ করছেন কারখানা কর্তৃপক্ষ কে। তার বিরুদ্ধে অভিযোগ গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়ায় অবস্থিত জেসন নামক কারখানায় ঝুট ব্যবসা নিজের লোকদের দেয়ার সুপারিশ করেন বিএনপি'র এই নেতা। সেখানে তার পক্ষ থেকে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে আনতে দলবল সহ যান স্থানীয় তোফাজ্জল হোসেন শেখ,জলিল ও খলিল সহ অন্যান্যরা। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আওয়ামীলীগ নেতাদের নিয়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা পূর্বেও আওয়ামীলীগের সাথে বিভিন্ন বিষয়ে সমন্বয় করে চলার কথাও জানান স্থানীয় বিএনপি নেতারা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেসনের জেনারেল ম্যানেজার (এডমিন) মাজাহার জানান,ঝুট ব্যবসার জন্য স্থানীয় কয়েকজন বিএনপি নেতারা এসেছিলেন তখন তাদের মধ্য থেকে একজন ফোন ধরিয়ে দিলে বিএনপি'র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু পরিচয় দিয়ে একজন তাদের ব্যবসা দেয়ার কথা বলেন।
এদিকে এই বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু বলেন,কেউ হয়তো ফোন ধরিয়ে দিয়েছিলো তখন স্থানীয়দের ব্যবসা দেয়ার কথা বলেছি।
তবে এমন বিষয়ে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হয়ে যাবার শঙ্কা করে আগামী জাতীয় নির্বাচনে এর চরম প্রভাব পড়তে পারে বলে শঙ্কা করছেন গাজীপুর সদর উপজেলা বিএনপি'র একাধিক দায়িত্বশীল নেতা।
গাজীপুর সদর উপজেলা বিএনপি'র একাধিক দায়িত্বশীল নেতা জানান,যারা এখন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে মরিয়া তাদের অধিকাংশই রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেননি। তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাদের সাথে সখ্যতা করে চলেছেন। দলের এমন সময় তাদের কারণে দলের সুনাম ও ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
এই প্রসঙ্গে গাজীপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,আমাদের হাই কমান্ডের নির্দেশ দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে জড়ানো যাবে না। কেউ এমন কাণ্ডে জড়ালো তার সর্বোচ্চ দলীয় শাস্তি প্রদান করা হবে। এখন সময় ঐক্যবদ্ধ থেকে দেশ পুনর্গঠনের। তাই সকলকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি।
এবিষয়ে কেন্দ্রীয় বিএনপি'র হস্তক্ষেপ কামনা করেন গাজীপুর সদর উপজেলা বিএনপি'র একাধিক নেতা।