গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৬-২৬, ১২:৩৬ অপরাহ্ন /
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন অনুষ্ঠিত।

প্রকাশিত,২৬, জুন,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ শনিবার (২৫জুন)হেডকোয়ার্টারের সামনে থেকে র‍্যালীতে করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উদযাপন করা হয়।

মেট্রোপলিটনের প্রতিটি থানায় থানায় ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণের কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধনের সাথে সাথে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে উন্মোচিত হল গৌরবদীপ্ত বাঙ্গালীর প্রতিচ্ছবি। সারাদেশের ন্যায় সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বর্নাঢ্য র‍্যালির আয়োজন করে। একইসঙ্গে প্রতি থানায় প্লেইন ব্যানার ও ড্রপ ডাউন ব্যানার এবং সিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার মাধ্যমে জাতির এ মহা অর্জন উদযাপন করা হয়।
বাঙ্গালি জাতির সম্মান ও গৌরবের পদ্মা সেতু জাতির জন্য যে আনন্দ বয়ে এনেছে সে আনন্দের সঙ্গে বাঙালি জাতি সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে গর্বিত অনুভব করছে। প্রধানমন্ত্রীর শক্ত ও সাহসী সিদ্বান্ত আত্মপ্রত্যয়ী বাঙ্গালীর এ অর্জনকে মহিমান্বিত করেছে পদ্মা সেতুকে বাস্তব করে । এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানান উর্ধতন কর্মকর্তা বৃন্দরা।

জিএমপি আয়োজিত এ র‍্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, বিপিএম (সেবা),তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) (অতি: ডি আইজি পদে পদোন্নতি প্রাপ্ত),জনাব ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ),জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর), জনাব হুমায়ুন কবির,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), জনাব নূরে আলম,উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ),জনাব,আব্দুল্লাহ -আল মামুন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।