প্রকাশিত,১৮, মার্চ,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও তার সম্পর্কে অবহিত করারর লক্ষ্যে গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার, চামুরখী, তিলশুনিয়া বাজার। নৃপেন চন্দ্র দাস এর ছেলে বিপুল দাস পলাশ জাতিকে সচেতন করার লক্ষ্যে তার এই সামান্য প্রয়াস।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ২০২০ হতে ২০২৩ খ্রি পর্যন্ত টানা তিনবার সম্পূর্ণ পায়ে হেঁটে পাজীপুর থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জাতীয় পতাকা ও পুষ্পার্ঘ অর্পণের উদ্দেশ্যে গিয়েছেন।২০২৪ সালের ১০মার্চ কেন্দ্রীয় শহিদ মিনার, গাজীপুর থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। তাতেও বাঁধা এসেছে পদ্মা সেতুতে এসে। আমাকে ওরা পায়ে হেঁটে পার হতে দেয় নাই। আমি বাংলাদেশ সেতু বিভাগের কাছে দরখাস্ত করবেও অনুমতি পাই নাই।আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর কাছেও আবেদন করেছি যাতে আমি পূর্ণাঙ্গ রূপে পায়ে হেঁটে পায়ে হেঁটে জাতির পিতার সমাধি স্থলে যেতে পারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর এই অভিনব পন্থা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চে্তনাকে জাতির কাছে জাগ্রত করবে বলে আমি বিশ্বাস করি।
বিপুল দাস পলাশ এর এই পায়ে হেঁটে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এ ব্যপারে সরাসরি টুঙ্গিপাড়ায় বিপুল দাস পলাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার লক্ষ্যে নিজেকে উজার করে দিয়ে অনেক কষ্ট সাধন করেছেন, তারই আদরর্শ বুকে ধারণ করে আজ আমার এই সিদ্ধান্ত। আমাকে দেখে সকলে যেন এই আদর্শ মেনে চলতে পারে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়তা করে।