গাজীপুর থেকে গুলিস্তানের পথে বিআরটিসির এসি বাস।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-০৮, ৪:৪৪ অপরাহ্ন /
গাজীপুর থেকে গুলিস্তানের পথে বিআরটিসির এসি বাস।

প্রকাশিত,০৮,ডিসেম্বর

স্টাফ রিপোর্টার:

বহুল প্রত্যাশিত র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) আওতায় গাজীপুরের জয়দেবপুর- শিববাড়ী থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত পথ ব্যবহার করে নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে।আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) শীততাপ নিতন্ত্রিত (এসি) বাস এই রুটে চলাচল করবে। আজ বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটি রুটে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আগামীকাল এই পথ সম্প্রসারিত আকারে গুলিস্থান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিববাড়ী পর্যন্ত যাতায়াত করবে। গুলিস্থান-শিববাড়ী পথে স্টপেজগুলো হলো গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, বিমানবন্দর, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া ও শিববাড়ী।