প্রকাশিত,২৮, জানুয়ারি,২০২৪
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরে স্কুল পরিবর্তন করায় কোমলমতি শিশু শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর ও গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা।
আর এ অভিযোগ উঠেছে
স্থানীয় পুবাইলে যুবলীগ নেতা মামুন ভূইয়ার বিরুদ্ধে।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত যুবলীগ নেতা পূবাইল ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠিতা ও শিক্ষক ।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে (গাসিক) মহানগরির পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড কুদাব এলাকার নিরব স্থানে।
এদিকে শিশু শিক্ষার্থী নাসিরের
চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টংগী শহীদ আহসানউল্লাহ মাস্টার সরকারী হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় আহতের মা নাজমা বেগম বাদী শনিবার রাতেই পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়,
আহত কোমলমতি শিশু শিক্ষার্থী নাসিরের বাবা গার্মেন্টস কর্মী আব্দুল আলিম ও তার মা পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকার রোমান ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকে।
সন্তানকে মানুষ করা লক্ষে যুবলীগ নেতা মামুন ভূইয়ার ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে ভর্তি করে ছেলেকে।
সেখানে প্রতিনিয়ত স্কুলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের কারনে স্কুলে যেতে অনিহা প্রকাশ করে সে।
পরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাকে পাশ্বর্বতী ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করে।
শনিবার তার ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সময় নাসিরকে একা পেয়ে টেনে হেছড়িয়ে রাস্তার গলির চিপায় নিরবস্থানে নিয়ে তাকে বেধরক মারধর করে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবলীগ নেতা মামুন ভূইয়া। পরে স্থানীয়রা শিশুটিকে আহতাবস্থায়
উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
আহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কুতুবের চরের মন্ডল পাড়ায় এলাকায়।
এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূইয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।