প্রকাশিত,২৭, জুন,২০২৩
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সকালে নিখোঁজ শিশু মোঃ মুসা ওরফে রাফি’র মরদেহ পাওয়া গেছে রাতে।
সোমবার (২৬ জুন) রাতে কালামপুর এলাকায় একটি শালবনে শিশুটির লাশ পাওয়া যায় বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে নিহত মোঃ মুসা ওরফে রাফি (৪)।
নিহতের পরিবার জানায়, সকালে মোঃ মুসা বাড়ির পাশে খেলা করছিল। বেলা ১১টার দিকে মুসাকে না দেখে চাচা মোঃ আল-আমিন তার বাবা শামীম হোসেন ও মা গার্মেন্টকর্মী রাবেয়া খাতুনকে খবর দেন। খবর পেয়ে তারা বিভিন্ন স্থানে খোঁজ করে ব্যর্থ হন। পরে তারা বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় একই এলাকায় ভাড়াবাড়ীতে বসবাসকারী মাহির উদ্দিন নামের এক যুবককে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। তার দেওয়া তথ্যমতে পুলিশ কালামপুর এলাকার শালবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, পুলিশ শিশুটির হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাহির উদ্দিন (৩৮) ও জালাল উদ্দিন (৪০) নামের দুইজনকে আটক করা হয়েছে।ওসি আরও বলেন, শিশুটিক কেন বা কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :