গাজীপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-৩০, ৮:৫৪ অপরাহ্ন /
গাজীপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত ,৩০,ডিসেম্বর,২০২৩

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জের কাজী বড় মার্কেট এলাকায় কাজী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টেক্সটাইল গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব আঃ মজিদ (বিএসসি), উদ্বোধক, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের ১নং যুগ্ম আহবায়ক কবির আহম্মেদ মন্ডল, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ শফিউল আলম ও সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন কাশিমপুর থানা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।

এসময় বিজয়ীদের মাঝে প্রথম পুরষ্কার ২৪ ইঞ্চি এলইডি, রানার্সআপ পুরষ্কার ১৬ ইঞ্চি এলইডি টিভি সহ নগদ অর্থ দেওয়া হয়।

এসময় বক্তৃতারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সফল্য অর্জনের বিষয়ে তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী ৭ জানুয়ারীতে বাংলাদেশ আ’লীগ মনোনীত ও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হককে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা, মহানগরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন, সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতাউর রহমান কাজী, গাজীপুর সদর থানা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আবু তাহের কাজী, কাশিমপুর থানা আওয়ামী লীগ নেতা মেহেবুজ আহমেদ মাহাবুব মাতাব্বর, গাজীপুর জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কাশিমপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শাওন প্রমূখ।