গাজীপুরে ভূমিহীন সমিতির নামে চাঁদা দিতে অস্বীকার করায় মারধোর,লুটপাট ও শ্লীলতাহানি।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১৫, ১১:১২ অপরাহ্ন /
গাজীপুরে ভূমিহীন সমিতির নামে চাঁদা দিতে অস্বীকার করায় মারধোর,লুটপাট ও শ্লীলতাহানি।

প্রকাশিত,১৫,সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক::

গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ভূমিহীন সমিতির নামে চাঁদা দিতে অস্বীকার করায় বাড়িতে এসে এক পরিবারের উপর হামলা লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগটি দায়ের করেন গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকার  দুলালের ছেলে শরীফুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতন পর গত এক মাস আগে নয়াপাড়া এলাকায় আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় গড়ে তোলা হয় ভূমিহীন সমিতি। এরা মূলত বনের জমি জবর দখল করে বনের গাছ কেটে গড়ে তোলা বাড়ির মালিকদের মামলা এবং বন বিভাগের লোকজন কোন ধরণের ব্যবস্থা নিলে প্রতিরোধের আশ্বাস দিয়ে চাঁদা তুলছেন।শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বনের জমিতে শরীফুল ইসলামের একটি বাড়ির সংস্কার কাজ করার সময় সেই চাঁদা নিতে আসেন স্থানীয় নারায়ন,গৌরাঙ্গ, নির্মল ও ইউনুছ ড্রাইভারের নেতৃত্বে ভূমিহীন সমিতির নামে কিছু মানুষ। শরীফুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করায় বাকবিতণ্ডায় জড়ায় তার সাথে। এসময় শরীফুল ইসলামের  বাড়িতে ফেলে তাকে পেটাতে থাকে সেই সমিতির লোকজন। পরে তাকে বাঁচাতে তার মা আকলিমা ও সহোদর ছোট বোন তানজিনা আক্তার দুলা ছুটে আসলে তাদের উপরও আক্রমণ করেন তারা। এসময় তানজিনা আক্তার দুলার শ্লীলতাহানি করে তার গলায় থাকা চেইন ছিনিয়ে নেয় এই সন্ত্রাসীরা ।  তাছাড়া তার বসত ঘরে লুটপাট চালিয়ে ঘর মেরামতের আড়াই লাখ টাকা ও আসবাবপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বললে জানা যায় বন বিভাগের ভবানীপুর বিট ও মনিপুর বিটে বিগত ১ মাসের বেশি সময় ধরে বনের জমি জবর দখল বনের গাছ নিধনের মহোৎসব চলছে। বন বিভাগের লোকদের কোণঠাসা করে রেখে এই কাজটি করছেন স্থানীয় একটি চক্র। এক মাস আগে থেকেই তারা ভূমিহীন সমিতি নামে গড়ে তুলছেন একটি চাঁদাবাজীর প্লাটফর্ম।  যেখানে নেতৃত্বে রয়েছেন এলাকার চিহ্নিত মাদকসেবী ও আওয়ামীলীগের পদদারীরাও। বনের জমিতে নতুন ঘর উঠলেই তাদের দিতে হয় রুম প্রতি ৫/১০ হাজার টাকা। বিনিময়ে তারা বন বিভাগের লোক আসলে তাদের সশস্র প্রতিরোধ করেন। আর কেউ চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। স্থানীয় ভূমিহীনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়াচ্ছেন এই চক্রটি। তারা ভূমিহীনদের বলছেন সড়ক অবরোধ করলেই সরকারি বনের জমি নিজেদের মালিকানায় বাধ্য হয়ে দিয়ে দিবে সরকার। নয়াপাড়ায় নেতৃত্ব দেয়া ড্রাইভার ইউনূস এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিগত সময় সে মোটর শ্রমিক লীগের ব্যানারে রাজনীতি করেছেন।  এদিকে মনিপুর বিটের বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা মাঠ পর্যায়ে আসলে তাদের বেধড়ক পেটান ভূমিহীন সমিতির কথিত নেতারা। মনিপুর বিটের নয়াপাড়া ও ভবানীপুর বিটের মাইজ পাড়ার কিছু স্বার্থান্বেষী মহল এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছেন। এদিকে স্থানীয় বিএনপি ও ছাত্র আন্দোলনের একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা জানান, বিভিন্ন এলাকায় বন ভূমি দখল ও বন ভূমি কেন্দ্রীক চাঁদাবাজ ভূমিহীন সমিতিতে যারা নেতৃত্বে রয়েছেন তারা সকলেই পরাজিত আওয়ামীলীগের স্থানীয় নেতা। মূলত আওয়ামীলীগ ভিন্ন ভিন্ন ব্যানারকে কাজে লাগিয়ে সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা।  আবার অনেক আওয়ামীলীগ নেতারা মাদকাসক্ত লোকদের কাজে লাগিয়ে পেছন থেকে কলকাঠি নাড়ছেন। এখনই শক্ত হাতে দমন করা না গেলে পরিস্থিতি ঘোলাটে করে ফেলবে এই চক্রটি। ইতিমধ্যে গাজীপুরে বনের প্রায় ৭০ শতাংশ জমি দখল হয়ে গেছে এখনি এই দখলকান্ড ঠেকানো না গেলে গাজীপুরে বনসহ বনভূমি হয়ে যেতে পারে নিশ্চিহ্ন। বন কর্মীদের উপর হামলার ঘটনায় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন মনিপুর বিট কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান,শরীফুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।