প্রকাশিত,১৫, জুলাই,২০২৩
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক নারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় ধর্ষণের শিকার হলেন এক নারী।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরের কোনাবাড়ি কাদের মার্কেট এলাকার সাহেব আলী (৬৫), বাইমাইল এলাকার মোঃ শামীম রেজা (২৫) ও শেরপুরের নালিতা বাড়ি এলাকার ওমর ফারুক (২৭)
মামলা সূত্রে জানা যায়, বাইমাইল কাদের মার্কেট এলাকায় বান্ধবীর বাসা খুঁজতে থাকেন ওই নারী। পরে রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় সাহেব আলীর বাসার গলির কাছে পৌঁছালে দুই যুবকের দেখা মেলে। তাদের কাছে বান্ধবীর বাসার ঠিকানা জানতে চাইলে তারা বান্ধবীর বাসা চিনে বলে তাকে গলির ভিতর দিয়ে প্রায় ১০০ গজ দূরে সাহেব আলীর টিনসেড রুমের ভেতরে নিয়ে যায়। তখন ওই নারী তাদেরকে খালি রুমের নিয়ে যাবার বিষয়ে জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে তারা জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি বাড়ি মালিক সাহেব আলীকে অভিযোগ করলে তিনিও ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলেন। ভিকটিম ঘটনাটি পুলিশকে জানায় এবং বৃহস্পতিবার রাতেই ওই নারী কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন।
জিএমপি’র কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :