প্রকাশিত,২৬, জুলাই,২০২৩
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় নিখোঁজের দুইদিন পর একটি পরিত্যক্ত ঘর থেকে বকুল (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।
মাঠে খেলতে গিয়ে নিখোঁজ বকুলের মরদেহ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্থানীয় ছিদ্দিকুর রহমানের পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
নিহতের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরের হরবাদ গ্রামের মোঃ সাজ্জাতের ছেলে বকুল।সাজ্জাত ভোগড়া পেয়ারা বাগান রংপুর বস্তিতে স্বপরিবারে বসবাস করেন ও সাজ্জাত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের দাদী মোছাঃ সকিনা খাতুন জানান, দুই দিন আগে বকুল তার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। পরে সেখানে বন্ধুদের সাথে বকুলের তর্কাতর্কি ও মারামারির মতো ঘটনা ঘটে। এরপর থেকেই নিখোঁজ ছিল বকুল। মঙ্গলবার স্থানীয় ছিদ্দিকুর রহমানের পরিত্যক্ত ঘরের একটি লাশ পড়ে থাকার খবর পাই। পরে সেখানে গিয়ে বকুলের লাশ শনাক্ত করি।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সানোয়ার জাহান জানান, নিহতের পেয়ারা বাগান বসত বাড়ির পাশে থাকা মোঃ ছিদ্দিকুর রহমানের মালিকানাধীন পরিত্যক্ত ঘর থেকে বকুলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিত্যক্ত ওই ঘরে জমে থাকা পানিতে লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের চোখে আঘাতের চিহ্ন ও নাকে রক্ত ঝরার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বকুলকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ঘরেই তার লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। বিকেল ৪টা পর্যন্ত এ ব্যাপারে কেই মামলা দায়ের করেননি। বকুল তার বন্ধদের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ ও মারা যাওয়ার খবর শুনেছি। কিন্তু তদন্ত ছাড়া বকুলের মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
এ লাশটি উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডেকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :