প্রকাশিত,১৪, জানুয়ারি,২০২৪
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের টঙ্গীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি ধানক্ষেত কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানক্ষেতে কাদা পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধকে হত্যার পর ধানক্ষেত ফেলে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :