গাজীপুরে চলন্ত পিকআপ ভ্যানে আগুন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৫, ৬:৫০ অপরাহ্ন /
গাজীপুরে চলন্ত পিকআপ ভ্যানে আগুন।

প্রকাশিত,, ০৫, জুলাই,২০২৩

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে একটি পিকআপ ১৫-১৬ জন যাত্রী নিয়ে চন্দ্রা হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে বুধবার ভোরে খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ গাড়িটির ইঞ্জিনে আগুন ধরে যায়। টের পেয়ে চালক পিকআপ থামিয়ে দিলে পেছনে ও চালকের পাশে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণ করে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।