প্রকাশিত,১৫,ডিসেম্বর,২০২৩
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় সজিব মিয়া (১৪) নামে এক পোশাক শ্রমিককের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর আঞ্জুমান পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া স্থানীয় একটি নীট কারখানায় কর্মরত ছিলেন। তিনি কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সজিব রাজশাহী জেলার গুপাইল গ্রামের আয়নালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
জিএমপি’র কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক মো. জামিউল হাসান সুমন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :