গাজীপুরে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১০, ১০:৫৯ পূর্বাহ্ন /
গাজীপুরে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু।

প্রকাশিত,১০, জানুয়ারি,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আতিকা আক্তার আকসা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আফিনুর ও শরিফা দম্পতির একমাত্র কন্যা নিহত ২ বছরের শিশু আতিকা আক্তার আকসা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার ৪নং কাজী মার্কেট মতিন গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল শিশুটি। কিছুক্ষণ পর রাস্তা পার হতে গেলে কাজী মার্কেট দিয়ে জিরানী বাজার রোডের দিকে যাওয়ার সময় বেঙ্গল গ্রুপের একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দেয়। চিকিৎসার জন্য তাৎক্ষণিক শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার জাহান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।